রোববার থেকে ঢাকায় শুরু হচ্ছে সার্ক দাবা চ্যাম্পিয়নশিপস-২০১৯, ওপেন ও মহিলা চ্যাম্পিয়নশিপসের প্রথম আসর। সাত দেশের শতাধিক দাবাড়ু নিয়ে কাল থেকে শুরু হবে ১১ দিনের এই টুর্নামেন্ট। জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহব উদ্দিন শামিম জানান, ওপেন বিভাগে ১১০০০, মহিলা বিভাগ ৭০০০, এবং বিদ্যুৎ গতি দাবায় ২০০০ মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে।
প্রতিযোগিতার পাশাপাশি ফিদে অরবিটার্স সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ব দাবার সুপার গ্রান্ড মাস্টার, বিশ্ব দাবার সাবেক রানার আপ ও বিশ্ব দাবা সংস্থার সহ-সভাপতি ইংল্যান্ডের গ্র্যান্ড মাস্টার নাইজেল শর্ট বিশেষ প্রশিক্ষণ দিবেন। বাচ্চাদের সঙ্গে সাইমলটোনিয়া দাবা ও খেলবেন তিনি।
২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র্যাব-৩ এর কমান্ডার লেফটেনেন্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল, দাবা ফেডারেশনের সহ-সভাপতি কেএম শহিদুল্লাহ ও গাজী সাইফুল তারেক। সার্ক দাবা চ্যাম্পিয়নশিপের মোট ব্যয় ধরা হয়েছে ৮৮ লাখ টাকা।