৪৫তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাত পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার ও ফিদে মাস্টার মোহাম্মদ তৈয়বুর রহমান যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে নবম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ, নৌবাহিনীর ফিদে মাস্টার জাভেদকে; গ্র্যান্ড মাস্টার জিয়া, নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনকে; ফিদে মাস্টার তৈয়ব, নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার শরীফ হোসেনকে; ক্যান্ডিডেট মাস্টার নীড়, নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে; গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া, বরিশালের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে; চট্টগ্রামে ফিদে মাস্টার আব্দুল মালেক, সাতক্ষীরার ইমদাদুল হককে; জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, পুলিশের ক্যান্ডিডেট মাস্টার জামাল উদ্দিনকে; সিলেটের সাইফুল ইসলাম চৌধুরী, খুলনার দেলোয়ার হোসেনকে; মীর চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার নাইম হক, নারায়ণগঞ্জের ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেনকে এবং তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, পুলিশের শরীয়তউল্লাহকে পরাজিত করেন।
গ্র্যান্ড মাস্টার রিফাত আন্তর্জাতিক মাস্টার ফাহাদের সাথে, গ্র্যান্ড মাস্টার রাকিব গ্যান্ড মাস্টার রাজীবের সাথে, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ শেখ রাসেল চেস ক্লাবের অনত চৌধুরীর সাথে এবং বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল নিজ দলের ফিদে মাস্টার সেখ নাসির আহমেদের সাথে ড্র করেন।
আগামীকাল সোমবার প্রতিযোগিতার দশম বা শেষ রাউন্ডের খেলা।