নভেম্বরে ঢাকায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা দল। ১৮ নভেম্বর প্রীতি ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা। প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিশিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকায় মোট দুটি ম্যাচ খেলবে তারা। ১৫ নভেম্বর প্রথম প্রীতি ম্যাচে ভেনিজুয়েলার মুখোমুখি হবে লাতিন আমেরিকার দলটি।
আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ‘মুন্ডো আলবিসেলেস্তে’ জানায় তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়েই জাতীয় দলে ফিরবেন মেসি। অবশ্য নভেম্বরে এশিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৫ নভেম্বর সৌদি আবরে খেলবে লিওনেল সেমির দল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। আর ১৮ নভেম্বর খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।
এর আগে ২০১১ তে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলো দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচে তারা ১-০ গোলে জিতেছিল।