বাংলাদেশের ক্রিকেটাকাশে এখন মেঘের ঘনঘটা। ক্রিকেটারদের আন্দোলন থামতে না থামতেই সাকিবের শাস্তি ইস্যুতে ক্রিকেট ভক্তরা হতভম্ব। কিছুতেই এ শাস্তি মেনে নিতে পারছেন না তার কোটি কোটি ভক্ত। এমনকি সাকিব আল হাসানের সতীর্থ থেকে শুরু করে বিশ্বের বিভন্ন দেশের তারকা ক্রিকেটাররাও এ শাস্তিতে কষ্ট পাচ্ছেন। জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের এমন শাস্তিতে হতাশ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। মঙ্গলবার রাতেই নিজের ফেসবুক পেজে বাংলাদেশের পোষ্টার বয় সাকিবকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।
জামাল ভূঁইয়া এখন আছেন চট্টগ্রামে। আজ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে তার দল চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে মালেয়শিয়ার তেরেঙ্গানু এফসি’র বিপক্ষে। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলছিলেন জামাল। এরমধ্যেই সাকিব ইস্যুতে প্রশ্ন তার দিকে। কোন রাখ ঢাক না রেখেই বলেন, ‘সাকিব আল হাসানকে নিয়ে দেয়া স্ট্যাটাসটা আমার এডমিনের। কিন্তু তার (সাকিব) জন্য আমি দুঃখিত। ও খুব ভালো ক্যাপ্টেন। সাকিবের জন্য সবাই কষ্ট পাচ্ছে। সাকিবের জন্যই দেশের কোটি কোটি মানুষ ক্রিকেট ফলো করে। আমি সত্যি সত্যি বেশ কষ্ট পেয়েছি তার জন্য। কিন্তু আপনি যদি আইসিসি’র নিয়ম দেখেন, সে অনুযায়ী শাস্তি আপনাকে পেতেই হবে।’