বুধবারই ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সাকিব আল হাসান। মঙ্গলবার সাকিবকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইনজুরির কারণে গত মৌসুমে সিপিএল খেলতে পারেননি সাকিব। তার বদলে অজি তারকা স্টিভেন স্মিথকে নিয়েছিল বার্বাডোজ ট্রাইডেন্টস। আর এবার জাতীয় দলে ব্যস্ততার কারণে সাকিব আল হাসান আসরের শুরুতে যোগ দিতে পারেননি। সাকিবকে ছাড়াই টুর্নামেন্টের প্রায় অর্ধেক খেলে ফেলেছে বার্বাডোজ।
সাকিবকে একটা শর্তও রেখেছে বিসিবি। চলতি ত্রিদেশীয় সিরিজ শেষ করে সিপিএলে যোগ দিলেও, তাকে ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকেই দেখতে চায় বিসিবি। বলা হয়েছে সিপিএল শেষ করে যেনো জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন সাকিব। সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।
সাকিবকে অনাপত্তিপত্র দেয়ার খবর নিশ্চিত করে আকরাম বলেন, ‘হ্যাঁ, আমরা সিপিএলে খেলার জন্য সাকিবকে অনাপত্তিপত্র দিয়েছি। আমরা আশা করছি ভারতের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবে সাকিব। তবে আমরা এখনও ঠিক করিনি কবে দেশে ফিরে আসবে সে। এ বিষয়ে পরে ঠিক করা হবে।’ নিলামে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস কিনে নিয়েছিল অপর বাংলাদেশি ক্রিকেটার আফিফ হোসেনকে। আকরাম খান বলেন, ‘সিপিএলের মতো বিদেশি লীগগুলোর মান অনেক ভালো। সাকিবের আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে এনওসি (নো অবজেকশন লেটার) দিয়েছি। আর আফিফ জাতীয় দলে ছিল। যে কারণে তাকে শুরুতে এনওসি দেয়া হয়নি। এখন যদি চায় সেক্ষেত্রে বিবেচনা করবো।’
আগামী ২৬ সেপ্টেম্বর ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে খেলতে পারেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১৩ অক্টোবর।