শেষ সময়ের গোলে ভারতের কাছে হেরে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হলো বাংলাদেশ। প্রতিযোগিতার ফাইনালে কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে, ২-১ গোলে পরাজিত হয় লাল-সবুজের দল।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। গুরকিরাত সিংয়ের পাস থেকে দলকে এগিয়ে নেন বিক্রম প্রতাপ সিং। এরপর ২১ মিনিটে বিবাদে জড়িয়ে ভারতের গুরকিরাত আর বাংলাদেশের মোহাম্মদ হৃদয় লাল কার্ড দেখলে দশজনের দলে পরিনত হয় দু’দল।
তারপরও আক্রমন চালিয়ে যায় লাল-সবুজ দল। ৪০ মিনিটে ইয়াছিন আরাফাতের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। কিন্ত জার্সি খুলে গোল-উদযাপন করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় আরাফাতকে।
বাকি সময় ৯ জন নিয়েই লড়াই করে ফাহিম, মারাজ, শান্তরা। তবে শেষ রা হয়নি। ৯১ মিনিটে রবি বাহাদুরের গোলে কপাল পোড়ে পিটার টার্নারের দলের। এই নিয়ে দ্বিতীয়বার সাফ অনুর্ধ্ব-১৮ এর আসরে রানার্সআপ হলো বাংলাদেশ।