সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালে প্রতিযোগিতার সেমিফাইনালে ভূটানকে ৪-০ গোলে উড়িয়ে টুর্নামেন্টটির ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। ম্যাচে একটি করে গোল করেন তানভীর হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মারাজ হোসেন ও দীপক রয়।
নেপালের কাঠমান্ডুতে খেলার ২ মিনিটেই ডিফেন্ডার তানভীর হোসেনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। লম্বা থ্রো-ইনে মাথা ছুঁইয়ে বাংলাদেশকে লিড এনে দেন রক্ষণভাগের খেলোয়াড় তানভীর। গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছিল ভুটান। অ্যাটাকিং থার্ডে তাদের দ্রুত গতির পাসিং ও জায়গা বদল করে খেলা ছিল দৃষ্টিনন্দন। কিন্তু তিন সেন্টারব্যাক তানভীর, ইয়াসিন আরাফাত ও রাহাদ মিয়াকে নিয়ে গড়া বাংলাদেশের জমাট রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি তাদের।
উল্টো ২৭ মিনিটে দ্বিতীয় গোল হজম করে তারা। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ফয়সাল আহমেদ ফাহিম। কাউন্ডার অ্যাটাকে তিনি দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
এর ৫ মিনিট পরেই তার ক্লাব দলের সতীর্থ মারাজ হোসেনের গোলটা ছিল দুর্দান্ত। বক্সের বাইরে থেকে মারাজের বুলেট গতির শট প্রতিপক্ষ গোলরক্ষক ঝাঁপালেও নাগাল পাননি। ভুটানিজদের জালে এক হালি পূরণ করেছেন বদলি মিডফিল্ডার দীপক । শেষ বাঁশি বাজার আগে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোলটি করেছেন তিনি।
অনূর্ধ্ব-১৮ সাফে ভূটানের সাথে দুবারের দেখায় কোনো গোল হজম না করে প্রতিবারই জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৭ সালে এর আগের টুর্নামেন্টে তাদের মাঠেই ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ।
টুর্নামেন্টের ফাইনাল রোববার। ভারত ও মালদ্বীপের মধ্যকার জয়ী দল হবে বাংলাদেশের প্রতিপক্ষ। শেষ সাফে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।