র্যাঙ্কিং আর আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারালো স্বাগিতক বাংলাদেশ।
এরআগে, দুপুর থেকে বৃষ্টি। সময়ের সঙ্গে সেটা বাড়ল। এরপর কখনো বাড়ছে, কখনো কমছে। এভাবেই চলল সন্ধ্যা পর্যন্ত। প্রীতি ম্যাচটি হয় কি হয়না এমন শঙ্কাও এসে ভর করে অবিরাম বৃষ্টির কারণে। সব শঙ্কা দূর করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, বেজে উঠল ফিফার থিম সং। বাংলাদেশ ও ভুটানের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করল চার-চার আটজন। তাদের পেছন পেছন ম্যাচ অফিসিয়ালস, বাংলাদেশ ও ভুটানের খেলায়াড়রা।
মাঠে ছোপ ছোপ পানি। কোথাও বেশি, কোথাও কম। কিন্তু পুরো মাঠই কর্দমাক্ত। তার মধ্যেই দুই দলের জাতীয় সঙ্গীত বাজিয়ে শুরু হল ময়দানি লড়াই। শুরু থেকেই ভুটানর উপর চাপ, জামাল ভুঁইয়া-সাদ উদ্দিনদের। তারতে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুটি গোলই করেছেন বাংলাদেশের ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন।
খেলার ৭ মিনিটেই গোলের সুযোগ তৈরি করছিল বাংলাদেশ। এ সময় বিপলু আহমেদ পেনাল্টি বক্সের মধ্য বল পেয়েও যথাসময়ে শট নিতে পারেননি। ১১ মিনিটর মাথায় নাবীব নেওয়াজ জীবন গোল করে এগিয়ে নেন বাংলাদেশকে। তাকে গোলে সহায়তা করেন সাদ উদ্দিন। ৩২ মিনিটে জামাল ভুঁইয়ার ফ্রি কিকে ইয়াসিন খানের দুর্দান্ত হেড, ডানদিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন ভুটানের গোলরক্ষক জামফেল।
৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জীবন। এ সময় ডানদিক থেকে মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে পা লাগিয়ে বল জালে পাঠান জীবন। তাতে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে জিমি ডের শিষ্যরা।
বিরতি থেকে ফিরেই ব্যবধান কমায় ভুটান। ৫১ মিনিটে দর্জি গোল করে ব্যবধান ২-১ নামিয়ে এনে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আভাস দেন। কিন্তু ৭৩ মিনিটে বিপলু আহমেদ আর ৮০ মিনিটে রবিউল দুই গোল করলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ার দল।
আগামী ৩ অক্টোবর দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দু’দল।