অস্ট্রেলিয়াকে ৩-০ গোলে হারিয়ে এএফসি অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া।
থাইল্যান্ডের আইপিএ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে নিয়ে নেয় কোরিয়া। ১৪ মিনিটে অস্ট্রেলিয়া পিছিয়ে পড়ে কিম হে ইয়ংয়ের গোলে। সে রেশ না কাটতেই তিন মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন কোরিয়ান স্ট্রাইকার। গোল শোধে মরিয়া সকারুরা দ্বিতীয়ার্ধে রণ সামলে আক্রমনে যাওয়ার চেষ্টা করেন। তবে কিম হং সুক, কিম মিয়ংয়ের দৃঢ়তায় ব্যবধান কমাতে পারেনি তারা। উল্টো ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় কিম পম দলকে ৩-০ গোলে এগিয়ে দেন।
এবার নিয়ে সাতবার এ আসরের ফাইনালে জায়গা করে নিলো উত্তর কোরিয়া। একই সাথে আগামী বছর ভারতে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালও নিশ্চিত করলো তারা।