১৪টি স্বর্ন সহ মোট ৩৯ টি পদক জিতে আন্ত:বাহিনী সাঁতার, ওয়াটার পোলো ও ডাইভিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নয়টি স্বর্ন সহ ২৬টি পদক জিতে বাংলাদেশ সেনাবাহিনী রানার্সআপ হয়েছে।
ঢাকা সেনানিবাসের আর্মি সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিতদের পুরস্কৃত করেন, সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লে: জেনারেল সফিকুর রহমান। সমাপনী অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর অফিসার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।