আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২টি ক্লাব দলকে নিয়ে শুরু হবে অনুর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট। আজ শনিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে লটারির মাধ্যমে এই টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ ও লোগো উন্মোচন করা হয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে প্রতিযোগিতা। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, কার্যনিবাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার সহ ফুটবল ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। ড্র শেষে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়।