বর্ষসেরা পুরস্কার ঘোষণার সাথে সাথেই ২০১৯-২০ সালের চ্যম্পিয়ন্স লীগের ড্র অনুষ্ঠিত হয়। দুই চির প্রতিদ্বন্দ্বী স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ সহজ গ্রুপে পড়লেও বার্সেলোনা পড়েছে গ্রুপ অব ডেথে। এফ গ্রুপে কাতালানদের সাথে আছে বুরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান ও স্লাভিয়া প্রাগ। এদিকে, বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের সাথে ই গ্রুপে আছে- নাপোলি, রেড বুল সালজবুর্গ ও জেনক।
গ্রুপ এ: পিএসজি, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুগ, গালাতাসেরাই।
গ্রুপ বি: বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম, অলিম্পিয়াকোস, রেড স্টার বেলগ্রেড।
গ্রুপ সি: ম্যানচেস্টার সিটি, শাখতার দানেস্ক, ডায়নামো জাগ্রেব, আটলান্টা।
গ্রুপ ডি: জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লোকোমোটিভ মস্কো।
গ্রুপ ই: লিভারপুল, নাপোলি, রেড বুল সালজবুর্গ, জেনক।
গ্রুপ এফ: বার্সেলোনা, বুরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, স্লাভিয়া প্রাগ।
গ্রুপ জি: জেনিট, বেনফিকা, লিয়ন, আরবি লেইপাজ।
গ্রুপ এইচ: চেলসি, আয়াক্স, ভ্যালেন্সিয়া, লিলি।