আর্মি গলফ ক্লাবের আয়োজনে রাজধানীর গলফ ক্লাবে চলছে এজিসি কাপ গলফ টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলা। এবারের প্রতিযোগিতায়, দেশের বিভিন্ন গলফ ক্লাব, বিভিন্ন দূতাবাসের ছয় শতাধিক অ্যামেচার গলফার অংশ নিয়েছেন। অপরদিকে ৩৮ জন নারী ও ১২ জন কিশোরী গলফার টুর্নামেন্টে খেলছেন।
সকালে চতুর্থ দিনের খেলার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার। এসময় আর্মি গলফ ক্লাবের সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামীকাল মঙ্গলবার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে খেলা।