দেশ-বিদেশের সাতশ’জন গলফারের অংশগ্রহণে আগামীকাল শুক্রবার থেকে আর্মি গলফ ক্লাবে শুরু হচ্ছে ওয়ালটন এয়ার কন্ডিশনার ঈদ রি-ইউনিয়ন কাপ গলফ টুর্নামেন্ট। এ উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে জানানো হয় পাঁচদিনের এই টুর্নামেন্টে পাঁচটি ক্যাটাগোরিতে অংশ নেবেন গলফাররা।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট- লেডিস, জুনিয়র, ভ্যাটারান, রেগুলার এবং সিনিয়র এই পাচটি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আর্মি গলফ ক্লাবের জেনারেল ম্যানেজার মেজর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আলী মোরশেদ, স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন মীর মোতাহার হাসান এবং রেডিও পার্টনার রেডিও টুডের জহিরুল ইসলাম টুটুল।