কার্ডিফে শুরু হয়েছে বাস্তুহারাদের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। কার্ডফের রাজধানী ওয়েলসের বুটে পার্কে ৪৮টি দেশের পাঁচশ’ জন বাস্তুহারা ফুটবলার এতে অংশ নিচ্ছেন। শনিবার শুরু হওয়া এই বিশ্ব আসর শেষ হবে ৩ আগস্ট।
বাস্তুহারা বিশ্বকাপের ১৭তম আসরের স্বাগতিক দল ওয়েলসের জন্য উদ্বোধনী দিনটি কেটেছে অম্ল-মধুর অবস্থায়। তাদের পুরুষ দলটি ৬-৩ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করে ডেনমার্কের সাথে। তবে সাডেন ডেথে তারা পরাজিত হয়। এদিকে, ওয়েলসের নারী দলটি ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারায় উত্তর আয়ারল্যান্ডকে।