কিউট মহিলা হ্যান্ডবল লিগে বড় জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। পল্টেনর শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে তারা ৩৭-১১ গোলে আর এন স্পোর্টস হোমকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৫-০৬ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের ভাবনা একাই ২৭টি গোল করেন। আর এন স্পোর্টস হোমের পক্ষে সুবর্না ৫টি গোল করেন।
এদিকে অন্য ম্যাচে, দিলকুশা স্পোর্টিং ক্লাব ৩১-২৭ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে হারিয়েছে।প্রথমার্ধে বিজয়ী দল ১৭-১১ গোলে এগিয়ে ছিল। দিলকুশার শিবানী ৯টি এবং জামালপুরের সাবিনা আক্তার ১৪ টি গোল করেন।