কুতিনহোর জোড়া গোলে বলিভিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করলো ব্রাজিল। সাও পাওলোতে, স্বাগতিক শিবিরের প্রথমার্ধ কাটে হতাশায়। বলিভিয়ার রক্ষণদুর্গে তেমন ত্রাস ছড়াতে পারেননি রবার্তো ফিরমিনো-ফার্নানদিনহোরো।
https://www.youtube.com/watch?v=4PrImzVBPhk
তবে দ্বিতীয়ার্ধে তিতের দল ঘুঁড়ে দাঁড়ায়। ভিডিও এসিসটেন্ট রেফারির সহায়তায় ৫০ মিনিটে পেনাল্টিতে দলকে এগিয়ে নেন কুতিনহো। ৩ মিনিটের ব্যবধানে বার্সেলোনা তারকা ব্যবধান দ্বিগুন করেন। এরপর ৮৫ মিনিটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে তৃতীয় গোলটি করেন এভারটন।
গত ৬০ বছরে এই প্রথম নিজেদের চিরচেনা জার্সির রং বদলে সাদা জার্সি পড়ে খেলতে নামে সেলেসাওরা। কোপা আমেরিকায় এর আগে কখনই শিরোপা জেতা হয়নি ব্রাজিলের। এবার সেই খরা কাটানোর লক্ষ্য কিংবদন্তি ফুটবলার পেলের উত্তরসূরিদের।