উদ্বোধন করা হলো তৃতীয় রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের। আজ শনিবার সকালে কুর্মিটোলা গলফ কোর্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন, সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল আজিজ আহমেদ।
সেরা হওয়ার মিশনে চারটি ক্যাটাগরিতে খেলছেন দেশী-বিদেশী ৬০০ জন অপেশাদার গলফার। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ন্যামস মটরসের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার শফিক আহমেদসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।