বঙ্গবন্ধু ওপেন গলফের তৃতীয় দিনে এসেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশের গলফাররা। শীর্ষ দশে নিজেদের অবস্থান ধরে রেখেছেন সিদ্দিকুর রহমান ও আকবর হোসাইন।
১৪ হোল শেষে পারের চেয়ে ১০ শট কম খেলে যৌথভাবে ৬ষ্ঠ অবস্থানে আছেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিক। আরেক স্বাগতিক গলফার আকবর হোসেনও ধারাবাহিকতা ধরে রেখেছেন। ১৬ হোল শেষে তিনি পারের চেয়ে ৯ শট কম খেলে আছেন ৭ম স্থানে। সজীব আলী আছেন ১৩তম স্থানে। আর লিডারবোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছেন থাইল্যান্ডের সাদম।