বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে বিওএ’র ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে অলিম্পিক সলিডারিটি হ্যান্ডবল কোচেস কোর্স লেভেল-৩ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। কোর্সটি পরিচালনা করেন ইরান হতে আগত আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের প্রশিক্ষক আলিরিযা হাবিবি।
এ কোর্সে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ১৯ জন প্রশিক্ষক ও দেশের বাইরের দু’জন (ভারত) সহ মোট ২১ জন অংশ নিচ্ছেন। কোর্সটি আগামী ১৬ মার্চ শেষ হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিওএ’র উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর। এছাড়া উপস্থিত ছিলেন বিওএ’র কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ ও কোর্স সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন।