এমএ হামিদ স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল কাল মঙ্গলবার। পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে আজ, পুরুষ বিভাগের খেলায় কোয়ান্টাম ফাউন্ডেশন এবং মহিলা বিভাগের ম্যাচে পুলিশ হ্যান্ডবল ক্লাব জয় পেয়েছে।
পুরুষ বিভাগের খেলায় কোয়ান্টাম ফাউন্ডেশন ৩৪-৩২ গোলে বাংলাদেশ আনসারকে পরাজিত করে। মহিলা বিভাগে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ১৮-১২ গোলে কোয়ান্টাম ফাউন্ডেশনকে হারায়। আগামীকাল পুরুষ বিভাগের ফাইনালে দুপুর দুটায় বর্ডার গার্ড বাংলাদেশ মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের। আর মহিলা বিভাগের ফাইনালে বেলা সাড়ে তিনটায় বিজেএমসি লড়বে বাংলাদেশ আনসারের বিপক্ষে।