এম এ হামিদ স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে পুরুষ বিভাগের খেলায় জিতেছে বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ। এবং নারীদের বিভাগে জিতেছে বিজেএমসি ও বাংলাদেশ আনসার।
পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল ষ্টেডিয়ামে, আজ শনিবার বাংলাদেশ পুলিশ ২৫-২০ গোলে বাংলাদেশ আনসারকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-১১ গোলে এগিয়ে ছিল। অপর খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ৩৬-২০ গোলে কোয়ান্টাম ফাউন্ডশেনকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৫-০৭ গোলে এগিয়ে ছিল।
এদিকে মহিলা বিভাগে বিজেএমসি ৪৮-১০ গোলে কোয়ান্টাম ফাউন্ডশেনকে পরাজিত করে। অন্য ম্যাচে, বাংলাদেশ আনসার ৩৩-১৫ গোলে জামালপুর র্স্পোটস একাডমিকে হারায়।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. জাফর উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল, সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক মকবুল হোসেন।