সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে রক্ষণভাগে কোন ভুল করতে চায় না বাংলাদেশ। বিরাটনগরে দলের অনুশীলন শেষে এমনটাই জানালেন, রক্ষণভাগের খেলোয়াড় আঁখি খাতুন। আগামী ২০ মার্চ সেমিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
সাফ নারী ফুটবলের বতর্মান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে খেলোয়াড়দের কোন চাপে রাখতে চাইছে না বাংলাদেশ। তাইতো অনুশীলন সেশনে হাসি-ঠাট্টা আর হালকা স্ট্রেচিংয়েই পার করলো ফুটবলাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে ৩-০ গোলে পরাজয়ের ধকল সামলাতে টানা দুদিন রিকোভারি সেশন রাখে গোলাম রব্বানী ছোটনের দল। যদিও টিম মিটিংয়ে নিয়মিতই ফুটবলাররা কথা বলছেন ভারত ম্যাচ নিয়ে।
দলের রক্ষণভাগের খেলোয়াড় আখি খাতুন জানান, আগের ম্যাচে আমরা যেসব ভুল করেছি সেগুলো শোধরানোর চেষ্টা চলছে। এখন তো নকআউট, হারলেই বিদায়। আশা করছি, সেমিফাইনালে সেই ভুলগুলো আর হবে না। তাতে প্রতিপক্ষ গোলের তেমন সুযোগ তৈরি করতে পারবেনা।
সাফ ফুটবলে ভারতের বিপক্ষে কখনই জিততে পারেনি সাবিনারা। এবার তাদেরকেই হারানোর সাহস দেখাচ্ছে লাল-সবুজের দল। আখি খাতুন আরো জানান,ভারত বেশ শক্তিশালী দল, সেটা আমরা আগে থেকেই জানি। আর ওদের বিরুদ্ধে আমাদের রেকর্ডও খুব একটা ভালো নয়। কিন্তু আমাদের সামর্থ আছে তাদেরকে হারানোর। আমরা ফাইনাল খেলতে প্রতিজ্ঞ।
সোমবার বাংলাদেশ দল তাদের অনুশীলন সেশনে বসবে কাগজে-কলমে ভুলগুলো ধরিয়ে দেবার জন্য। সেখানেই শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নেবে বাংলাদেশের মেয়েরা।