আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পানামার সাথে ড্র করেছে ব্রাজিল। পর্তুগালের ড্রাগাওতে নেইমারবিহীন সেলেসাওদের হয়ে এ ম্যাচে ১০ নম্বর জার্সি পরেন তরুণ লুকাস পাকেটা। আর তার একমাত্র গোলেই মান বাঁচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

আশিভাগ বলের দখল আর মুহুর্মুহু আক্রমণে গোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিলো ব্রাজিলের কাছেই। ৩২ মিনিটে লুকাস পাকেটা এগিয়ে দেন ব্রাজিলকে। জাতীয় দলের জার্সিতে এটি তার প্রথম গোল।
তবে ৪ মিনিট পরই সবাইকে চমকে দিয়ে ম্যাচে সমতা ফেরান অ্যাডোলফো মাচাডো। বাকি সময়ে পাকেটা, কুটিনহো, রিকার্লিসনদের কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে তিতের দলকে হতাশায় ডোবান পানামার গোলরক্ষক লুইস মেজিয়া।