স্পোর্টস রিপোর্টার
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্ণামেন্ট, স্টেজ-১-এ অংশ নিতে আগামীকাল দুপুরে ঢাকা ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন আর্ছাররা্রা এ উপলক্ষে আজ শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় ১২ জন আর্চার অংশ নেবেন। তার মধ্যে রিকার্ভ ডিভিশন থাকবেন তিন জন পুরুষ এবং তিন জন মহিলা এবং কম্পাউন্ড ডিভিশনেও লড়বেন সমান সংখ্যাক পুরুষ ও মহিলা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং ও সেলস) জাফর উদ্দিন সিদ্দিকী।
এ সময় দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডারিক বলেন, সামনে বিশ্বকাপ ও এশিয়া কাপ। এই টুর্নামেন্টটা আমাদের জন্য ভালো একটা প্রস্তুতির ক্ষেত্র হিসেবে কাজ করবে। আশাকরি এখান থেকে আমাদের দল ভালো ফলাফল করতে পারবে।