বিশ্বকাপের পর এই প্রথম দেশের হয়ে নেমেছিলেন আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। কিন্তু প্রথম ম্যাচেই ।াঘাত পেলেন তিনি। সেই সাথে দলও হলো পরাজিত। শুক্রবার ভেনেজুয়েলার বিরুদ্ধে ৩-১ গোলে হেরে যায় মেসির দল আর্জেন্টিনা।
আট মাস পর জাতীয় দলে ফেরাটা মোটেই সুখকর হল না মেসির। এতদিন নিজেকেই সরিয়ে রেখেছিলেন জাতীয় দলের জার্সি থেকে। তার মধ্যে ছ’টি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। কোনওটাতেই দেখা যায়নি মেসিকে। বিশ্বকাপের শেষ ১৬-তে ফ্রান্সের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল তাদেরকে। তারপর ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরেন মেসি। কিন্তু চোট আবার তাঁকে ছিটকে দিল। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন টুইট করে লিওনেলের ইনজুরির কথা জানিয়েছে।
আর্জেন্টিনার হয়ে ১২৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু গ্রোইন ইনজুরির কারণে আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে। এদিকে, আগামী সপ্তাহের মঙ্গলবার মরোক্কোর বিরুদ্ধে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই মুহূর্তে ফ্রেন্ডলি খেলে কোপা আমেরিকার প্রস্তুতি সারছে দক্ষিণ আমেরিকান জায়ান্টরা। আগামী জুন-জুলাইয়ে ব্রাজিলে হবে এবারের কোপা আমেরিকা।