ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের যতো অর্থের ছড়াছড়ি থাকে পৃথিবীর আর কোনো টুর্নামেন্টে ততটা থাকে না। এখানে চলে কোটি কোটি টাকার খেলা। শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বাদশ সংস্করণেও প্রতিবারের মতো আছে টাকার ছড়াছড়ি। জেনে নেওয়া যাক এবারের আইপিএলের প্রাইজমানি:
চ্যাম্পিয়ন দল পাবে ১৫ কোটি টাকা। রানার্সদল পাবে ১০ কোটি টাকা। প্লে-অফের অন্য দুই দল পাবে পাঁচ কোটি টাকা করে। লিগ পর্যায়ে ম্যাচের সেরা হওয়া ক্রিকেটার পাবেন ১ লাখ টাকা। প্লে অফ রাউন্ডে ম্যাচের সেরা হওয়া ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা। প্রতি ম্যাচে সেরা ক্যাচ ধরা ফিল্ডার পাবেন ১ লাখ টাকা। এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাকানো ব্যাটসম্যান পাবেন ১ লাখ রুপি। দুজন ব্যাটসম্যান সমান সংখ্যক ছক্কা মারলে সবচেয়ে লম্বা ছক্কা মারা ব্যাটসম্যান পাবেন সেরার পুরষ্কার।
অরেঞ্জ ক্যাপ: সর্বোচ্চ রান সংগ্রাহকারীর মাথায় থাকবে অরেঞ্জ ক্যাপ।
পার্পল ক্যাপ: সর্বোচ্চ উইকেট শিকারীর মাথায় উঠবে পার্পল ক্যাপ।
সাতটি কিংবা তার থেকে বেশি ম্যাচ আয়োজন করা মাঠ পাবে ৫০ লাখ টাকা। সাতটির কম ম্যাচ আয়োজন করা মাঠ পাবে ২৫ লাখ টাকা।
টুর্নামেন্টের সেরা ক্যাচ ধরা ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা।
গোটা টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান পাবেন ১০ লাখ রুপি। এক্ষেত্রেও টাই হলে ছক্কার দূরত্ব বিচার করা হবে।
দ্রুততম হাফ-সেঞ্চুরি করা ব্যাটসম্যান পাবেন ১০ লাখ টাকা। টাই হলে বিচার্য হবে স্ট্রাইক রেট।
সেরা স্টাইলিশ প্লেয়ার পাবেন ১০ লাখ টাকা।
টুর্নামেন্টের সব থেকে অভিনব ও দর্শনীয় শট খেলা ব্যাটসম্যান পাবেন ১০ লাখ টাকা।
উদীয়মান ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়া ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা। (সবগুলো অর্থ মূল্যই ভারতীয় রুপিতে)