প্রথম বিভাগ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে ফ্লেইম বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্সআপ হয়েছে জুরাইন জনতা ক্লাব। হ্যান্ডবল স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে, ফ্লেইম বয়েজ ক্লাব ৩৩-৯ গোলে স্টার স্পোর্টসকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১১-৪ গোলে এগিয়ে ছিল। এদিকে, পূর্বাচল ক্লাব ১৪-১২ পয়েন্টে জিতলেও রানার্সআপ হয়েছে জুরাইন জনতা ক্লাব। ফ্লেইম বয়েজের পারভেজ মোশাররফ লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি গোলাম হাবিব। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক কমিটির সম্পাদক খালেকুজ্জামান সহ ফেডারেশনের কর্মকর্তারা।