তৃণমূল থেকে খেলোয়াড় অন্বেষণের অংশ হিসেবে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন আজ মঙ্গলবার শুরু হয়েছে ঢাকা বিভাগের জুনিয়র বক্সিং বাছাই প্রতিযোগিতা। দিনব্যাপী এই বাছাইপর্ব থেকে ১৮ বালক ও ১২ জন বালিকাসহ মোট ৩০ জন চূড়ান্তপর্বের টিকিট পায়। ঢাকা বিভাগের ১০টি জেলার ৭৪ জন তরুণ ও প্রতিভাবান বক্সার বছাই পর্বে অংশ নেয়। বালকদের ৯টি ও বালিকাদের ৬টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ৮ মার্চ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে।
সকালে পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে, প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন, বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী।