বাংলাদেশ আনসারকে ৪-৩ পয়েন্টে হারিয়ে ষষ্ঠ জাতীয় বেসবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। আজ শুক্রবার সকালে পল্টন ময়দানে টুর্নামেন্টের ফাইনালে শুরু থেকেই এগিয়ে থাকে পুলিশ।
৯ ইনিংসের খেলায় প্রথম তিন ইনিংসে তারা লিড নেয় ২-১ এ। শেষ পর্যন্ত ৪-৩ পয়েন্টে জিতে ছয় আসরের মধ্যে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের উৎসবে মাতে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন, মীর মোতাহার হাসান। চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ দলকে ২০ হাজার এবং রানার্সআপ আনসার দলকে ১০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। এবারের প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়।