প্রিমিয়ার লিগে জয়ধারা অব্যাহত রেখেছে আবাহনী লিমিটেড। ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এতে ৭ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আকাশি-হলুদ শিবির। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংস অবশ্য দুই ম্যাচ কম খেলেছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, খেলার ১১ মিনিটে ওয়ালী ফয়সালের ক্রসে সানডে চিজোবার হেড গোলরক্ষক সুজন চৌধূরী ফেরানোর পর সামনে থাকা ব্রাদার্সেরই ডিফেন্ডার উত্তম বড়ুয়ার পায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় আবাহনী। সাত মিনিট পর রায়হানের থ্রো থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন বেলফোর্ট। ৪২ মিনিটে নাবীব নেওয়াজ জীবনের শট সুজন পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল জালে পাঠিয়ে প্রথমার্ধেই আবাহনীকে ৩-০ গোলের লিড এনে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।
বিরতি থেকে ফিরে খেলার ৫৭ মিনিটে ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করে আবাহনীর ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন বেলফোর্ট।
এদিকে অন্য ম্যাচে, শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে গোল শূন্য ড্র করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ৬ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট এখন শেখ রাসেলের। আর ৭ ম্যাচে শেখ জামালের সংগ্রহ ১১ পয়েন্ট।