আজ রোববার থেকে শুরু হয়েছে ওয়ালটন জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানডো প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে মোট ২০টি ওজন শ্রেণীতে খেলা হচ্ছে।
সকালে এনএসসি জিমনেসিয়ামে দুইদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।
এবারের প্রতিযোগিতায় ৩৫০ জন পুরুষ ও ১৫০ জন নারী খেলোয়াড় অংশ নিচ্ছেন।