বড়দিন এবং নতুন বছরের ছুটি উদযাপন করছেন এখন আর্জেন্টিনা ও বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসি। নিজের ভক্ত-সমর্থকদের সাথে নতুন বছরের আনন্দ উপভোগের জন্য তিনি স্ত্রী-সন্তান সহ একটি পারিবারিক ছবিও পোস্ট করেছেন। খেলা না থাকায় আছেন বিশ্রামে। সময়টা উপভোগ করছেন মেসি পরিবারের সঙ্গে।
ছবিতে দেখা যায়, মেসি একটি সোফায় বসে আছেন। সাথে আছে স্ত্রী আন্তোনেল্লা এবং দুই পুত্র থিয়াগো ও মাতেও। ছয় বছর বয়সী ছেলে থিয়াগো পড়ে আছে মেসির আর্জেন্টিনাইন ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের শার্ট। আর মাতেও আছে নিজের মতো করেই।
আগামী ৬ জানুয়ারি গেটাফের বিপক্ষে খেলা দিয়ে লা লিগা মিশন শুরু করবে বার্সেলোনা। বর্তমানে তারা দ্বিতীয় স্থানের দল অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থেকে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে।