বাংলাদেশ আনসার দলের শ্রেষ্ঠত্বের মধ্যদিয়ে শেষ হয়েছে তিনদিনের মার্সেল কাপ মেনস বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। আজ পল্টনের এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে, প্রতিযোগিতার ফাইনালে আনসারের বডিবিল্ডাররা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করেন। আর রানার্সআপ হয় চট্টগ্রামের মানস জিম ক্লাব।
তাছাড়া প্রতিযোগিতায় সেরাদের সেরা হয়ে এক লাখ টাকা অর্থ পুরস্কার জেতেন আনসারের আনোয়ার হোসেন। এবারের প্রতিযোগিতায় দেশের ১৬০ জন খেলোয়াড় ছয়টি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন, স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন, মিডিয়া পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান ও বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।