ব্রাজিলিয়ান সুপারস্টার রবিনহো তুরস্কের শীর্ষদল ইস্তাম্বুল বেসকতাসে যোগ দিচ্ছেন। ক্লাব এবং খেলোয়াড়ের সম্মতিতে এই এই চুক্তি স্বাক্ষর হয়। এরআগে, তিনি তুরস্কের আরেক দল সিভাস্পুরে খেলতেন।
একবছর আগে রবিনহো ব্রাজিলিয়ান দল অ্যাথলেটিকো মিনেইরাও থেকে সিভাস্পুরে যোগ দেন। এই ক্লাবের হয়ে ১৬ ম্যাচে তিনি আটটি গোল করেন। সিভাস্পুর ছেড়ে ইস্তাম্বুল বেসকতাসে রবিনহোর যোগ দেওয়ার বিষয়টি তার ক্লাব কতৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়ে দেয়।