নারী আফ্রিকা নেশন্সকাপে তৃতীয় হয়ে ২০১৯ সালে ফ্রান্স বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ক্যামেরুন। গতকাল শুক্রবার রাতে তারা মালিকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান নিশ্চিত করে।
খেলার ৩০ মিনিটে নিনন আবেনা প্রথমে গোল করে এগিয়ে দেন ক্যামেরুনকে। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনিই।
বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ফাতুমাত দিয়ারার গোলে ব্যবধান ২-১-এ নামিয়ে আনে মালি। আর ৫৬ মিনিটে ক্যামেরুনের আউরেল্লা আওনার আত্মঘাতি গোলের কল্যাণে ২-২ সমতায় ফেরে মালি।
৬২ মিনিটে গ্যাব্রিয়েলা আংগুনির গোলে ৩-১-এ লিড নেয় ক্যামেরুন। আর খেলা শেষের ইনজুরি টাইমে ক্রিস্টেইন মানি’র ৪-২-এ ক্যামেরুনের জয় নিশ্চিত করেন। এতে আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ ফুটবলে খেলার জায়গা পাকা করে ফেলে তারা।
২০১৫ সালে কানাডা বিশ্বকাপের পর টানা দ্বিতীয়বার নারী ফুটবলের বিশ্বমঞ্চে জায়গা পেলে ক্যামেরুন। এতে আফ্রিকা মহাদেশের নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার পর ক্যামেরুনও ২০১৯ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেবে। আজ শনিবার রাতে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা লড়াইয়ে, ঘানার রাজধানী আক্রায়, মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া।