রাশিয়ার জাতীয় দলে নেওয়া হয়েছে মারিয়া শারাপোভাকে। রাশিয়ার সবচেয়ে আলোচিত এই টেনিস তারকাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রাশিয়ান ক্রীড়া মন্ত্রণালয়।
২০১৯ সালের রাশিয়ান টেনিস দলে মারিয়া শারাপোভা ছাড়াও আছেন- একতেরিনা অ্যালেকসান্দ্রোভা, আনা ব্লিঙ্কোভা, এলিনা ভেসনিনা, নাতালিয়া ভিলিনেস্তোভা, মার্গারিটা গ্যাসপারিয়ান, ইরিনা গ্লিমাকোভা, ভিতালিয়া দিয়াচেঙ্কো, সোফিয়া ঝুক, ভেরা জোভনারেভা, আনা কিলিন্সকায়া, একতারিনা কামেন্তেস্কায়া, দারিয়া কাসাতকিনা, একতারিনা কিরগিজোভা, ভেরোনিকা কুদেরমেতোভা, সভেতলনা কুজনেতসভা, একতারিনা মাকারোভা, পলিনা মনোভা, লুদমিলা নিকোয়ান, অ্যানাস্তাসিয়া পাবলোচেঙ্কো, অ্যানাস্তাসিয়া পোতাপোভা, ইয়েভগেইনা রোদিনা, ইরিনা খোরমাশেভা, ইউলিয়া সুবারোভা ও দারিয়া চুরাকোভা।
অস্ট্রেলিয়ান ওপেন (২০০৮), ফ্রেঞ্চ ওপেন (২০১২ ও ২০১৪), উইম্বলডন (২০০৪) এবং ইউএস ওপেন (২০০৬) এই পাচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শারাপোভা রাশিয়ার সবচেয়ে নামী টেনিস তারকা। তাছাড়া তিনি ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে রূপার পদক জিতেছিলেন এবং ২০০৮ সালে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০১৮ সালে শারাপোভা গ্র্যান্ড স্ল্যাম সহ ১১টি টেনিস টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। তবে সাফল্য বলতে চীনের সেনঝেনে এবং ইটালির রোমে রানার্সআপ হওয়া। আর অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে, ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনালে, উইম্বলডনে প্রথম রাউন্ডে এবং ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেন মারিয়া শারাপোভা।