পিএসভি আইন্দোভেনকে ২-১ গোলে হারানোর ম্যাচে বার্সেলোনা ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি গোলের রেকর্ড গড়েন। সেটি হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল করার রেকর্ড।
আরো একটি ম্যাচ, আর লিওনেল মেসির আরো একটি গোল। তাতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আরো একটি জয়। প্রথমার্ধে শত চেষ্টা করেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। তবে প্রতিপক্ষকে বারবার তারা বিপদে ফেলেছে। কিন্তু কাজের কাজ হচ্ছিল না কিছুই। অবশেষে লিওনেল মেসি ড্রিবিলংকেই ভরসা করলেন।
প্রতিপক্ষ আইন্দোভেনর খেলোয়াড়েদর কাটিয়ে দারুণ এক গোলে এগিয়ে দিলেন দলকে। তাতেই রেকর্ড বুকে নাম লেখালেন তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, এক ক্লাবের হয়ে খেলা কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ ১০৬টি গোল করার রেকর্ড এখন লিওনেল মেসির নামের পাশে। শুধু তাই নয়, গ্রুপ পর্বে খেলা ৬৬ ম্যাচে ৬৬ গোলও এখন মেসির।