আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন জাতীয় নারী থ্রোবল প্রতিযোগিতা। কাবাডি স্টেডিয়ামে আয়োজিত এবারের প্রতিযোগিতায় দেশের ১০টি জেলা ও সংস্থা দল অংশ নেবে। দলগুলো দুটো গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে।
প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুটি করে দল সেমিফাইনালে খেলবে। হকি ফেডারেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, থ্রোবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর শরীফ আশরাফুজ্জামান এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও ব্যক্তিগত মেডেল দিয়ে পুরষ্কৃত করা হবে।