হাতের আঙ্গুলের ব্যথা মারাত্মক আকার ধারণ করায় এশিয়া কাপের ফাইনাল সহ শেষ দুটি ম্যাচ খেলতেই পারেননি সাকিব আল হাসান। দেশে ফিরে আসতে হয়েছিল তাকে। চিকিৎসকরা শোনালেন আরো দু:সংবাদ। আঘাতপ্রাপ্ত তার বাম হাতের কড়ে আঙ্গুলে পুজের কারণে সংক্রমণ হয়। সেই পুজ সরালেও আঙ্গুলে অস্ত্রোপচার করতে আরো তিন সপ্তাহ সময় লাগবে। তাতে পুরো সুস্থ হয়ে মাঠে ফিরতে আরও তিনমাস সময় লাগতে পারে সাকিবের। অর্থাৎ তিনমাস তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে।
পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে আঙ্গুলের পুরনো ব্যথা বেড়ে যায় সাকিবের। তাই গুরুত্বপূর্ন ঐ ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় তাকে। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা সাকিবকে জানান, তিন সপ্তাহের জন্য তাকে বিশ্রামে থাকতে হবে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, এই কারণে সাকিব তিনমাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকবেন। অবশ্য অস্ত্রোপচারের আগে, নিজের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাকিব।