আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে সরিয়ে এক নম্বরে উঠে এলেন, আফগানিস্তানের রশীদ খান। তাছাড়া ব্যাটিংয়ে ভালো করায় উন্নতি হয়েছে, মুশফিকুর রহিম ও লিটন দাসের।
বোলিংয়ে উন্নতি হয়, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানেরও। এশিয়া কাপ ক্রিকেটে ভালো করায়, ছয় ধাপ এগিয়ে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে উঠে আসেন রশীদ খান। প্রথম আফগান হিসেবে তিনি শীর্ষে উঠলেন। আর তাতে দ্বিতীয়স্থানে নেমে গেলেন, সাকিব আল হাসান।
এদিকে, বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল দুই ধাপ কমে ১৪তে আসলেও ছয় ধাপ এগিয়ে ১৬ তে উঠে এসেছেন, মুশফিকুর রহিম। আর ফাইনালে সেঞ্চুরি করা লিটন দাস ১০৭ ধাপ এগিযে উঠে এসেছেন ১১৬তম স্থানে। আর বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান, চার ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বাদশ স্থানে।