সাম্প্রতি জাতীয় দলের ক্রিকেটারদের মাঠের বাইরের আচরণে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এনিয়ে সিদ্ধান্ত নেয়ার আগে সরাসরি ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে চায় বিসিবি’র কর্মকর্তারা। প্রকৃত ঘটনা অবহিত হয়েই তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমানকে তলব করেছে বিসিবি। নির্দিষ্ট কী কারণে ডাকা হয়েছে তা জানা না গেলেও সম্প্রতি তাদের ওপরে ওঠা বিতর্কিত অভিযোগের বিষয়গুলো নিয়ে বসা হবে বলে ধারণা করা হচ্ছে।
এরআগে, টাইগার ব্যাটিং অলরাউন্ডার সৈকতের বিরুদ্ধে সাবেক স্ত্রীর করা ১০ লাখ টাকা যৌতুক মামলার বিষয়টি সম্পর্কে অবগত হয় বিসিবি। তবে মামলা হওয়ায় সঙ্গে সঙ্গেই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটির কর্মকর্তারা। সৈকতের বিরুদ্ধে যৌতুকের মামলা হলেও জাতীয় দলের এ ক্রিকেটার তা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, মামলার ঘটনার ১০ দিন আগেই তার স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি। তাই প্রতিশোধ পরায়ণ হয়ে তার ইমেজ নষ্ট করতেই এমন মামলা করা হয়েছে।
অন্যদিকে নারীঘটিত ব্যাপার এবং দর্শকদের গালিগালাজ ও প্রহার করায় ব্যাপকভাবে সমালোচিত হন সাব্বির। এসব অপরাধে তাকে একাধিকবার আর্থিক জরিমানাও করা হয়েছে। এছাড়া ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞাও দেয় বিসিবি।