স্বাগতিক ভূটানের বিপক্ষে ম্যাচটা কঠিণ হতে পারে তবে জয় নিয়েই মাঠ ছাড়তে চান বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। আর নিজেদের সেরা পারফরমেন্স দিতে প্রত্যয়ী বতর্মান চ্যাম্পিয়ন দলের ডিফেন্ডার আঁখি খাতুন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরীরা।
টুর্নামেন্ট যতই এগিয়ে যাচ্ছে। প্রতিপক্ষ ততই কঠিন হচ্ছে বাংলাদেশের। অবশ্য প্রতিপক্ষ যতই শক্তিশালী হচ্ছে আনুপাতিক হারে সেরা পারফরমেন্স করতে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা।
তবে কিছুটা দুশ্চিন্তায় আছেন বর্তমান চ্যাম্পিয়নদের কোচ। ইনজুরি কারণে নির্ভরশীল মিডফিল্ডার মনিকা চাকমার খেলা নিয়ে আছে শঙ্কা। তবে পরিসংখ্যানে এগিয়ে আছে বাংলাদেশ। ভূটানীদের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড আছে বাংলার মেয়েদের। কিন্তু পরিসংখ্যান নয়, মাঠের খেলায় এগিয়ে থাকতে চান কোচ।
টানা দুই ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। আর তাই মাঠে নিজেদের সেরা পারফরমেন্স দিতে প্রত্যয়ী বাংলার মেয়েরা।
অন্যদিকে, ক্রমেই উন্নতি করছে ভূটানীরা। সেই সাথে নিজেদের মাঠ আর চেনা পরিবেশ হওয়ায় পিছিয়ে রাখা যাচ্ছেনা স্বাগতিকদের। ভূটানের বিপক্ষে শক্তিশালী ভারতের ১-০ গোলের ঘাম ঝড়ানো জয়ই বলে দেয় প্রতিপক্ষ হিসেবে কতটা কঠিন হয়ে উঠেছে তারা। তবে ফাইনালে ওঠার লড়াইয়ের আগে গণমাধ্যমকে এড়িয়ে চলেছে স্বাগতিকরা।
প্রতিপক্ষ কঠিন হলেও দুই ম্যাচে ১৭ গোল করে বেশ আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে তহুরা-মারিয়ারা।