প্রিমিয়ার হ্যান্ডবল লিগে জয় পেয়েছে নারিন্দা প্রগতি বয়েজ, প্রাইম স্পোর্টিং, মেরিনার ইয়াংস এবং কোয়ান্টাম ফাউন্ডেশন।
শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে, দিনের প্রথম খেলায় প্রগতি বয়েজ ক্লাব ৪১-২০ গোলে হারায় মেনজিস ক্রীড়া চক্রকে। অন্য ম্যাচে, প্রাইম স্পোর্টিং ৫২-১৬ গোলে পরাজিত করে ভিক্টোরিয়া স্পোর্টিংকে।
আর মেরিনার ইয়াংস ক্লাব ৪৭-২০ গোলে ধরাশায়ী করে ওল্ড আইডিয়ালসকে। দিনের শেষ ম্যাচে, কোয়ান্টাম ফাউন্ডেশন ক্লাব ৩৩-২৯ গোলে পরাজিত করে সূর্যোদয় ক্রীড়া চক্রকে।