কোচ সাম্পাওলির পদত্যাগের পর আর্জেন্টিনার বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে নানা তথ্য বের হয়ে আসছে। গত ২১ জুন ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজয়ের পর আর্জেন্টিনা দলে যে বিদ্রোহের কথা শোনা গিয়েছিল সেটা পুরোপুরি সত্যি বলে জানান, সেদেশের টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক ও ওলে’র কলামিস্ট অ্যারিয়েল সেনোসিয়াইন এমনটাই জানিয়েছেন। তিনি তার নতুন বই ‘মুন্ডিয়াল আস হিস্ট্রোরিয়াস’এ লিখেছেন লিওনেল মেসি আর হ্যাভিয়ের মাশ্চেরানোর নেতৃত্বে হওয়া সেই বিদ্রোহের কথা।
এই বিদ্রোহের পর দলের ভার চলে যায় মেসি-মাশ্চেরানোর হাতে। তারাই নিয়ন্ত্রণ করতেন দল। এমনকি খেলোয়াড় পরিবর্তনেও মেসির মতামত চাইতেন কোচ হোর্হে সাম্পাওলি। আর খেলোয়াড়দের এই বিদ্রোহ দেখেছন,আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউডিও তাপিয়া। এই ঘটনার পর সাম্পাওলির দুই সহযোগীর একজন সেবাস্টিয়ান বেক্কাসিসে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু সাম্পাওলি তাকে তেমন কাজ করতে মানা করেন।