টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে অসহায় আত্মসমর্পণকে অন্য সবার মতো মেনে নিতে পারেননি বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ন মেহরাব হোসেন অপি। আর গায়ানায়, প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর হাসি ফুটেছে তার। অপি এখন চাইছেন সিরিজটি যেনো জেতে বাংলাদেশ।
প্রশ্ন: টেস্ট সিরিজের ভরাডুবির পর প্রথম ওয়ানডেতে বাংলাদেশের এমন প্রত্যাবর্তন আপনার কাছে কি প্রত্যাশিত ছিল?
মেহরাব হোসেন অপি: সত্যি বলতে কী, আমি বেশ হতাশ ছিলাম। এর আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হারলাম। এরপর টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এমনভাবে বিধ্বস্ত হওয়া। আমার কাছে কেন যেন মনে হয়, টেস্টের প্রস্তুতিটা বোধহয় ঠিকভাবে নিতে পারিনি। ওরা যে ফাস্ট বোলারদের সহায়ক উইকেট বানাবে, বাউন্সে আমাদের ব্যাটসম্যানদের আউট করতে চাইবে—এসব জানা ছিল। কিন্তু প্রস্তুতিটা সে অনুযায়ী ছিল না। তবে টেস্ট সিরিজের পারফরম্যান্সে হতাশ হলেও ওয়ানডের আগে আশাবাদীও ছিলাম।
প্রশ্ন: কিভাবে আপনার মনে আশা ছিল?
অপি: কারণ এই ফরম্যাটটা আমরা সবচেয়ে ভালো খেলি। টেস্টের চেয়ে ভালো; টি-টোয়েন্টির চেয়েও ভালো। তাই মনে হয়েছিল, যদি কিছু করতে পারি তো ওয়ানডেতে পারবো। আমি নিশ্চিত, দলের ওপর সেই বিশ্বাস আমাদের সবারই ছিল। আর সত্যি প্রথম ওয়ানডেতে দুর্দান্ত খেলেছে ছেলেরা।
প্রশ্ন: ভালো করলো তো সিনিয়ররাই?
অপি: এটি হবেই। কারণ আমাদের দলের প্রায় অর্ধেক ক্রিকেটার ওই সিনিয়র লেভেলে পড়ে। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদ উল্লাহ—১১ জনের মধ্যে পাঁচজন। ওরা ভালো না করলে দলের পক্ষে জেতা কঠিন। আর আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বছর খেলার সুবাদে অনেক কঠিন সময় ওরা দেখেছে। টেস্ট সিরিজর ভরাডুবির পর তাই ফিরে আসার কাজটি সিনিয়রদের জন্য তুলনামূলক সহজ হয়েছে। তামিম-সাকিব অসাধারণ ব্যাটিং করেছে। মাশরাফির বোলিং নিয়ে নতুন করে কিছু বলার নেই। মুশফিকও শেষদিকে খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে।
প্রশ্ন: জানতে চাইছিলাম, জুনিয়ররা সে অনুপাতে পারফরম করতে পারছেন না কেন? শুধু প্রথম ওয়ানডে নয়, গত কিছুদিনের সামগ্রিক চিত্রটাই তো এমন।
অপি: বিচ্ছিন্নভাবে ভালো কিছু করছে কিন্তু। মুস্তাফিজ-মিরাজ ভালো বোলিং করেছে। সৈকতের (মোসাদ্দেক হোসেন) বোলিংও গুরুত্বপূর্ণ ছিল। তবে এটি ঠিক, তরুণদের আরো দ্রুত শিখতে হবে। মাশরাফি-সাকিবসহ সিনিয়রদের কাছ থেকে শেখার প্রক্রিয়া দ্রুততর করতে হবে।
প্রশ্ন: ওয়ানডে সিরিজ নিয়ে এখন প্রত্যাশা কী আপনার?
অপি: হোয়াইটওয়াশের কথা এখনই বলব না। আমি চাই, বাংলাদেশ আগে সিরিজটি জিতুক। সে জন্য দ্বিতীয় ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ।