বর্ষসেরা পুরুষ ও নারী কোচদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তালিকায় আছেন, বিশ্বকাপে দলের দায়িত্বে থাকা ৫ কোচ।
তারা হলেন- চ্যাম্পিয়ন ফ্রান্সের দিদিয়ের দেশম, রানার্সআপ ক্রোয়েশিয়ার জালাতকো দালিচ, বেলজিয়ামকে তৃতীয় স্থান এনে দেয়া রবার্তো মার্টিনেজ, ইংল্যান্ডের সাউথগেট এবং বিশ্বকে চমকে দেয় রাশান বস স্তানশিলাস চেরসেভ।
এছাড়া প্রাথমিক তালিকায় রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান, ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পেপ গাদিওলা, আর্নেস্তো ভালভার্দে, ম্যাসিমিলানো এলেগ্রো, ইয়ুর্গেন ক্লপ এবং দিয়েগো সিমিওনের নামও।
এদিকে, পুরুষদের পাশাপাশি নারীদের কোচিং করানো সেরা দশজনের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে ফিফা। সেখানে আছেন- এমা হায়েস, স্টিফেন লার্চ, মার্ক পারসনস, আসাকা তাকাকুরাদের নাম। গত বছরের ৩ জুলাই থেকে চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে ফিফা সেরা কোচদের এই সংক্ষিপ্ত তালিকা করে।
আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক, সাংবাদিক, খেলোয়াড় ও কোচদের ভোটে সেরা কোচের হাতে ‘ফিফা বেস্ট’ পুরস্কার দেয়া হবে।