আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২০১৮-১৯ সালের ক্রিকেট সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে টেস্ট সিরিজের জায়গা রেখেছে ব্ল্যাক ক্যাপরা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
আগামী ১৩ প্রথম ওয়ানডে হবে নেপিয়ারের ম্যাকলারেন পার্কে, ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় ওয়ানডে এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনের ওটাগো ওভালে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
প্রথম টেস্ট শুরু হবে ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনের সিডন পার্কে। ৮ মার্চ থেকে বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্ট। ৮ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভ পার্কে হবে দ্বিতীয় টেস্ট। ১৬ মার্চ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে তৃতীয় টেস্ট দিয়ে শেষ হবে টাইগারদের নিউজিল্যান্ড সফর।