ওয়ালটন দ্বিতীয় জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। আজ রোববার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ পুলিশকে ১৭-৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় আনসার। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো তারা। অন্যদিকে আরো একবার ফাইনালে এসেও শিরোপা বঞ্চিত রইলো পুলিশ।
চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে উভয় দলের খেলোয়াড়দের আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম।
টুর্নামেন্টে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। ‘এ’ গ্রুপে ছিল বাংলাদেশ আনসার, খুলনা বিভাগ, রংপুর বিভাগ ও ঢাকা বিভাগ। আর ‘বি’ গ্রুপে ছিল বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও রাজশাহী বিভাগ।