ইবিজায় গিয়ে ছুটি বাড়ালেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা অলিভার জিরুদ। স্প্যানিশ প্রমোদদ্বীপ ইবিজায় এসে স্ত্রী ও বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে ভলিবল খেলে আর সাঁঁতার কেঁটে সময় পাড় করছেন চেলসির স্ট্রাইকার অলিভার জিরুদ।
বিশ্বকাপ জয়ের পরই ছুটিতে আছেন ফ্রান্সের সেরা এই স্ট্রাইকার। সঙ্গে আছেন আমেরিকান স্ত্রী জেনিফার। এই দম্পত্তি ২০১১ সালে বিয়ে করেন।
বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই জিরুদ বলেছিলেন দল জিতলে তিনি মাথা সেভ করবেন। দ্বিতীয়বার বিশ্বকাপ জেতায় জিরুদ ঠিকই মাথা মুড়িয়েছেন। আস্তে আস্তে তার মাথার চুল গজাচ্ছে। বিশ্বকাপে সাতটি ম্যাচ খেললেও কোনো গোল করতে পারেননি ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার। কিন্তু তার দলের জয়ে বড় ভূমিকা ছিল জিরুদেরই।
তবে ছুটি শেষে আশা করা যায়, স্ট্যাম্পফোর্ড ব্রিজে আবারও সেই ক্ষুরধার অলিভার জিরুদকেই দেখা যাবে চেলসিতে। আগামী মাসের শুরুতেই চেলসির সঙ্গে যোগ দেওয়ার কথা জিরুদের।